উপকরণ (Ingredient)
১. তেল ২ টেবিল চামচ
২. পাস্তা ৩ কাপ
৩. লবণ ১/২ চা চামচ
৪. রসূন কুচি ১ টেবিল চামচ
৫. পিঁয়াজ কুচি ১/২ কাপ
৬. কাঁচা মরিচ পরিমাণ মত
৭. হলুদের গুড়া ১/২ চা চামচ
৮. মরিচের গুড়া ১/২
৯. জিরা গুড়া ১/২ চা চমচ
১০. পছন্দ মত সবজি
১১. ডিম ১ টি
১২. চিকেন কুচি ১ কাপ
১৩. টমেটো সস ২ টেবিল চামচ
১৪. মেয়োনিজ ২ টেবিল চামচ
১৫. ধনিয়া পাতা কুচি
প্রণালী (Method)
১. প্রথমে একটি ফ্রাই প্যানে অথবা কড়াইয়ে এক চা চামচ তেল এবং এক চিমটে লবণ দিয়ে জল গরম করে নিন। ফুটন্ত জলে তিন কাপ পাস্তা সেদ্ধ করে নেবেন। পাস্তা সেদ্ধ হয়ে এলে অন্য পাত্রে তুলে রাখবেন।
২. এবার প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
৩. পেঁয়াজ লালচে ভাজা হয়ে এলে শুকনো মসলার উপকরণ ও ডিম দিয়ে কষিয়ে নিন। পছন্দ মত সবজি দিন।
৪. ছোট করে পিস করা মাংস এবং স্বাদমতো লবণ দিয়ে ভেজে নেবেন।
৫. এবার গ্রেভিতে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিন। ৫-৮ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন। ৫-৮মিনিট বাদে টমেটো সস, মেয়োনিজ এবং ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুস্বাদু চিকেন পাস্তা রেডি। একটু স্পাইসি করতে চাইলে গোলমরিচের গুঁড়ো দেওয়ার সময় চিজও ছড়িয়ে দিতে পারেন। চিকেন পাস্তাটি গরম গরম পরিবেশন করুন।
source
Related posts
36 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Keno back e music
Chikhen gulo ki siddo
Dim murgi ato kisu lage 😊
Apu kotok khona sidho hoba
❤❤❤খুব,সুন্দর, হেয়েছ,েদখ,েত❤❤❤
আমি বাসায় বানিয়ে ছিলাম আপি আপনার রেসিপি দেখে অনেক সুন্দর এবং স্বাদ হয়েছে অসাধারণ রেসিপি 👌👌
আপনার বুঝানোর ধরন টা দারুন।
একদম সব লিখে লিখে ক্লিয়ার করে দিয়েছেন।
সাবস্ক্রাইব করে দিলাম।
ধন্যবাদ
আপনার পাস্তা রান্না দেখে আমার জিভে জল এসে পড়েছে 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
রেসিপিটি দেখে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলাম।
Yummy Subscribe added ❤❤❤❤
হুম! সেই টেস্ট 😋😋😋
মামু রান্নার সময় কি বোবা হয়ে গেছো
মেয়োনিজ কটা কী? না দিলে চলবে না?
আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন । আজ প্রথম আপনার চ্যানেল টি ভিজিট করে আসলাম । পাস্তা রেসিপি টা অনেক ভালো লাগলো । খুব মজাদার অনেক সুস্বাদু একটা খাবার ।
দেখলে খেতে ইচ্ছা করে না বানাতে ইচ্ছা করে
দেখেই খেতে ইচ্ছে করছে 😋😋❤
নাইস
Pagol
Kon ta koto tuku dicca kicu bola na bubar moto video banay 😡
Nice
আমার তো খাইতে মন চাইতেছে
অনেক সুন্দর হয়েছে রেসিপি টা ❤❤❤
Dhur dhur eta ki ranna holo ?pasta torkari ?
খুব ভালো
Dkbsonz
Wow
So yummy nice tasty recipe thanks for sharing 🤤👌😍
আপু অনেক সুন্দর হইছে
Khub khub sondor recipe
❤❤❤❤
এটা কি সবজি দিলেন?
So nice
অনেক সুন্দর রান্না
মেয়নিজ না দিলে কি কিছু হবে
Resipe ta darun
Avabe ranna korle sotti anek moja
অসাধারণ।মাত্র দেখে দেখে নিজেই রান্না করে নিলাম।